মোঃ আলমগীর হোসেন খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে গোমতি একাদশ -বড়নাল স্পোটিংক্লাবকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোমতি একাদশ। ও পুরুস্কার
মঙ্গলবার (৩জানুয়ারী ২০২৩ইং)বিকাল ৩টার দিকে পলাশপুর জোন ৪০ বিজিবি,র আয়োজনে গুমতি বি কে উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন পলাশপুর ৪০ বিজিবি
মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩ইং) বিকেলে গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে খেলার প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে কোন দল গোল করতে পারেনী। পরে ট্রাইব্রেকারে গোমতি একাদশ -বড়নাল স্পোটিংক্লাবকে ৪-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোমতি একাদশ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হক,
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া,সুবেদার এ্যাডজুটেন্ট মোঃ আলতাফ হোসেন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্ল্যাহ, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:তোফাজ্জল হোসেন, বড়নাল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো:ইলিয়াছ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আব্দুল গনি, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা কাঠব্যবসায়ী সমবায় সমিতি লিঃএর সভাপতি মো:মনির হোসেন, গোমতি বি কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:নুরুল হুদা, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলায় রেফারির দায়িত্বপালন করেন পলাশপুর জোনের বিজিবি সদস্য মো:আব্দুল্লাহ
প্রসঙ্গত,গত ৩ জানুয়ারি পলাশপুর জোন কমান্ডার কাপ ফুটবল টুর্ণামেন্ট মোট ছয়টি দল অংশগ্রহন করেন দলগুলো মাটিরাঙ্গা সদর ইউনিয়ন,বেলছড়ি ইউনিয়ন, গোমতি ইউনিয়ন, আমতলী ইউনিয়ন, বড়নাল স্পোটিং ক্লাব, গোমতি ফুটবল একাডেমী।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জোন কমান্ডার লে.কর্ণেল সোহেল আহমেদ পিএসসি ইঞ্জিনিয়ার্স।
পলাশপুর ৪০ বিজিবি জোন কমান্ডার লে.কর্ণেল সোহেল আহমেদ পিএসসি ইঞ্জিনিয়ার্স বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এই উদ্দীপনাকে সামনে রেখে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোন পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে। খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল করে যুব সমাজকে মাদকাসক্ত থেকে দূরে রাখে
স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের এরই ধারাবাহিকতায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।