মাদকদ্রব্য অধিদপ্তর চাঁদপুর ও সুবিদপুর ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে খেলাধুলা করি সময় পার মাদক কে না বলি স্লোগানে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে ১ অক্টোবর ( বুধবার) ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসার হাই স্কুল মাঠে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা অংশগ্রহণ করেন ঐতিহ্যবাহী বাসারা স্পোটিং ক্লাবের সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ।
সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে. সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক. দৈনিক ইলশেপাড় পত্রিকার সহকারী সম্পাদক. শিক্ষানবিস অ্যাডভোকেট সাংবাদিক মনির হোসেন এর সঞ্চালনায় মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মু: মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: আজ মাদক আমাদের সমাজ ও দেশের সবচাইতে বড় বিশৃঙ্খলার একটি অংশ। এই মাদক সমাজ ব্যবস্থা ও ঘরে ঘরে অশান্তি সৃষ্টি করে চলেছে। মাদক নির্মূলে সমাজের প্রতিটি স্তরের মানুষ কে প্রতিবাদী হয়ে এগিয়ে আসতে হবে।
তিনি সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটিকে এই ভাবে মাদক বিরোধী খেলাধুলা (আয়োজন ) অব্যাহত রেখে প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি মাধ্যমে মাদক নিরসনে কাজ করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। এবং মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবহারী হ্রাস করতে যে কোনো তথ্য এবং মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ধরে দিতে অথবা গোপনে তথ্য দিয়ে সহায়তা করতে আহ্বান জানান। আমাদের এই মাদক বিরোধী প্রতিরোধ কমিটি মাদকের বিরুদ্ধে প্রতিটি মহল্লায় মহল্লায় কাজ করবে।
বিশেষ অতিথি ছিলেন: মোঃ বেলায়েত হোসেন. চেয়ারম্যান ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটির।
মফিজুল ইসলাম চৌধুরী ( সভাপতি) ফারুক আহমেদ খান ( সি: সহ সভাপতি) মোঃ বেলায়েত হোসেন ( সহ সভাপতি)
ইয়াছিন মিজি (সহ-সভাপতি)
মোঃ সুমন পাটওয়ারী(সহ সভাপতি)
সাংবাদিক মনির হোসেন “এলএলবি” ( সাধারণ সম্পাদক)
মোঃ ইমাম হোসেন ( যুগ্ম সাধারণ সম্পাদক) মনির হোসেন মিজি ( যুগ্ম সাধারণ সম্পাদক)
শরীফ হোসেন ( যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ শামীম হোসাইন ( সাংগঠনিক সম্পাদক)
আব্দুল কুদ্দুস মুন্সী( সহ সাংগঠনিক) এমরান হোসেন ( দপ্তর সম্পাদক) আব্দুল কুদ্দুস মিজি ( প্রচার সম্পাদক) মাওঃ পীরজাদা নাসির উদ্দিন
(ধর্ম বিষয়ক সম্পাদক)
কার্যকরী সদস্য ফারুক মোল্লা’
আব্দুর রশিদ মেম্বার. গিয়াস উদ্দিন পাটওয়ারী
. জাকির হোসেন মেম্বার
.পাপন পাটওয়ারী. শামীম হাওলাদার .ডাঃ শ্রী রিপন দাস.
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে: ফারুক আহমেদ খাঁন (সিনিয়র সহ-সভাপতি সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদক বিরোধী প্রতিরোধ কমিটি ও যুগ্ম আহ্বায়ক ফরিদগঞ্জ উপজেলা বিএনপি)।