নিজস্ব প্রতিবেদক।। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে -বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির আয়োজনে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ১০ মার্চ রবিবার সন্ধ্যা ৬ টায় হোটেল অরনেট ঢাকার একটি রেস্টুরেন্টে, বিশিষ্টজনদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিনা আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক এমপি, প্রধান আলোচক হিসেবে ছিলেন বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলি। বিশিস্ট কন্ঠ শিল্পী আলম আরা মিনু।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পর মন্জুর হোসেনের সঞ্চালনায় মানব কল্যাণ ও সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন উদ্বোধন ঘোষণা করেন। বক্তব্য রাখেন সন্মানীত অতিথিবৃন্দ। সাংস্কৃতিক ওনমানব কল্যাণে বিশেষ অবদান রাখায় উদ্যোক্তা ও সমাজসেবক রাশিদা খাতুন, মুক্তিযোদ্ধার সন্তান নাহিদ সুলতানা, আবুল হাসান মামুন, শিল্প সংস্কৃতিতে অবদান রাখায় আরো অনেকে এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে মানবাধিকার চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তারের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জমকালো আয়োজনে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ডাক্তার শাহ মোঃ সেলিম রেজা চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য লায়ন জেরিন কান্তা, বিশিষ্ট সমাজ সেবক, মানবাধিকার ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।