মানব দেহের জন্য নীরব ঘাতকখ্যাত উদ্ভিদ পার্থেনিয়াম এর বৈজ্ঞানিক নাম Parthenium heysterophorus
এর পুরো গাছটি ক্ষতিকর এর ফুলের রেনুতে সেস্কুটার্পিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন থাকে। এগুলো ক্ষতস্থানের মাধ্যমে রক্তে গেলে চুলকানি, চামড়া ফুলে যাওয়া, চোখ লাল হওয়া জ্বালা সহ নানা ধরনের জটিল রোগ হতে পারে। পরিস্থিতি খারাপ হলে হতে পারে স্কিন ক্যান্সার । রেণু নাকে গেলে হাঁপানি, অ্যাজমা, ব্রংকাইটিস হে ফিভার সহ নানান শ্বসন জটিলতা তৈরি হতে পারে।
মানুষের এই ক্ষতির পাশাপাশি পার্থেনিয়াম যে স্থানে জন্মগ্রহণ করে সেই স্থানে অন্য কোন ঘাস লতাপাতা হতে দেয় না যেটা গবাদি পশুর জন্য খাদ্য সংকট তৈরি করে। যেহেতু অন্য কোন ঘাস লতাপাতা হতে দেয় না তাই একে দুষ্ট প্রতিবেশীও বলা যায়। গবাদি পশু পার্থেনিয়াম খেয়ে ফেললে তার পাকস্থলীতে ঘা হতে পারে। এমন কি গরু মারাও যেতে পারে। এর মাংস বিষাক্ত হতে পারে দুধ তিতা হতে পারে। এই দুধ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ফসলের চল্লিশ শতাংশ পর্যন্ত ফলন কমে যেতে পারে। ১৫ নভেম্বর ২০২৪ শুক্রবার সকাল নয়টা থেকে দুপু্র ১২ টা পযর্ন্ত পার্থেনিয়াম নিধন, জনসচেতনতা ও বৃক্ষরোপন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে কথাগুলো বলছিলেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক ও রিসার্চ সেন্টার, কুষ্টিয়ার পরিচালক মো. কবিরুল ইসলাম।
রিসার্চ সেন্টার, কুষ্টিয়া, পাইওনিয়ার ও এমকে সোস্যাল ওয়েলফার ফাউন্ডেশন এর উদ্যোগে কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়া এলাকা থেকে ত্রিমোহনী পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অজয় কুমার মৈত্র, সেচ সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া এর অধ্যক্ষ জনাব আয়ুব আলী, কুষ্টিয়া
সিটি কলেজের সহকারি অধ্যাপক মো. ওবায়দুর রহমান,
এমকে সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোঃ এহসানুজ্জামান ( মিলন),
রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ইমাম মেহেদী, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিএম তৌহিদুল ইসলাম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো: আশরাফ আলী, পরিবেশবিদ গৌতম কুমার রায়, আইডিএফ এর পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক জনাব মো: শফিউল আজম,
কে এফ এম কলেজের সরকারি অধ্যাপক আবু তাহের ও প্রভাষক আব্দুস সাত্তার, জোড় গাছা ডিগ্রি কলেজ পাবনার শিক্ষক জনাব মো: মাশরেকুল ইসলাম।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো: হায়দর আলী, মোছা: শামীমা ইয়াসমিন সহ অন্যান্য
পাইওনিয়র এর প্রতিষ্ঠাতা ইশতিয়াক মুন্না ও প্লাবন সহ অন্যান্য সদস্যবৃন্দরা। এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।