Monday , 3 June 2024
শিরোনাম

মানিকগঞ্জে পৌর মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

ফারজানা খান লিয়া, মানিকগঞ্জ:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে পুনরায় ক্ষমতায় আনতে এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে মানিকগঞ্জে মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের ৬নং ওয়ার্ডের নিমতলী এলাকায় পৌর মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর মহিলা আওয়ামী লীগের নেত্রী শিরিন আক্তার মুক্তার সার্বিক ব্যাবস্থাপনায় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বৈঠকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান, সদস্য সৌমিত্র সরকারসহ পৌর যুবমহিলা লীগের যুগ্ম আহবায়ক সামিয়া রহমান, নেত্রী ফারজানা খান লিয়া প্রমূখ।

বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশাসী আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কাজ চলছে। আধুনিক মানিকগঞ্জের উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন সংসদ সদস্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন সারাদেশের পাশাপাশি উন্নয়ন এর মাধ্যমে মানিকগঞ্জ জেলার মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এনে দিয়েছেন। এছাড়া, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অনেক ধরনের ভাতা চালুর মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আওয়ামীলীগ সরকার। আগামী নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগকে ক্ষমতায় আনার অনুরোধ জানানো হয়।

অনুষ্ঠানে জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, পৌর যুবলীগ নেতা হাজী মোঃ মশিউর রহমান, তানভীর ফয়সাল রাহী, পৌর শ্রমিক লীগের আহবায়ক মোঃ হাশমত আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন আজিজ, বেনজীর নয়। হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x