ইউক্রেনের রাশিয়ার সামরিক আগ্রাসন ৪ মাস পেরিয়ে গেলেও এখনো থামার কোন লক্ষণ নেই। যুদ্ধ চলছেই। এরই মধ্যে রাশিয়া অধিকৃত শহর মারিউপোলের একটি বাড়ি থেকে ১০০টিরও বেশি লাশ পাওয়া গেছে।
দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহরের মেয়রের উপদেষ্টা পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৭জুন) শহরটির মেয়রের উপদেষ্টার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পত্রিকার খবরে বলা হয়েছে, লিওবেরেজনি জেলার একটি ভবন থেকে ১০০ জনের বেশি মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে বাড়িটি বিধ্বস্ত হয়। দখলদারীদের এই লাশগুলো উদ্ধার ও শেষকৃত্য করার পরিকল্পনা নেই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মারিউপোল দখলে নেয় রুশ বাহিনী। গত চার মাসে তিক্ত লড়াই এবং ক্রমাগত গোলাবর্ষণের পরে এটি রাশিয়ার হাতে এসেছে যা শহরের বিশাল অংশ ধ্বংস করেছে এবং হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।
মারিউপোলের যোদ্ধারা আত্মসমর্পণ করায় বিতর্কের মুখে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।