মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস পালন
মালয়শিয়ার কুয়ালালামপুর (২৫শে ডিসেম্বর ২০২৫) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের রাধুনি বিলাস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মো. আমিনুল ইসলাম রতন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মো. কাজী সালাউদ্দিন, মো. জসিম উদ্দিন এবং মো. রেফাজ রহমান রাসেল।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সিনিয়র সহ-সভাপতি কবি রফিক আহমদ খান, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, সাংবাদিক মোহাম্মদ আলী, সদস্য বশির ইবনে জাফর, তরুণ কমিউনিটি নেতা আসাদুজ্জামান মাসুম, বিডিএফসি সিনিয়র সহ-সভাপতি আলী আজগর মিলন, বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বীসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদদের আত্নার শান্তি কামনা ও স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং সম্মাননা জ্ঞাপন করে তার বক্তব্যে বলেন, জাতী, ধর্ম, বর্ন, দল, মত নির্বিশেষে সাংবাদিকরা সমান ভাবে তাদের কাজ করে যাবে, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকের কলম সর্বদা সোচ্চার হয়, প্রবাসীদের আর্তনাদ আমাদেরকে ব্যাথিত করে, তাদের আনন্দ আমাদেরকে আনন্দিত করে, তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিনিয়ত আমরা সজাগ। তিনি প্রবাসীদের সমস্যা সমাধানে কমিউনিটির সাথে একাত্বতা বজায় রেখে কাজ করে যাবার অঙ্গীকার ব্যাক্ত করেন। পরিশেষে ২৫শে ডিসেম্বর যীশু খৃষ্টের জন্ম দিনে খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রতিশুভেচ্ছা জ্ঞাপন করেন
আলোচনা সভায় অন্যান্য বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসে ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


























