মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাতীয় নাগরিক পার্টি এন সি পি সেলাঙ্গর এর আঞ্চলিক কমিটির প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত
মালয়েশিয়া কুয়ালালামপুরে ভিআইপি পিঠাঘরে জাতীয় নাগরিক পার্টি এন সি পি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সেলাঙ্গর আঞ্চলিক কমিটির প্রথম আলোচনা সভা সম্পন্ন হয়। উক্ত আলোচনা সভায় আঞ্চলিক কমিটির সকল সদস্যের পরিচয় পর্ব সহ কমিটির আগামী বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভাযর বিভিন্ন কর্মপরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য হলো:-
১: শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার আদায়ের প্রবাস থেকে ভার্চুয়ালি এবং ফিজিক্যালি পদক্ষেপ গ্রহণ।
২: আগামী সংসদ নির্বাচনে 11 দলীয় (জামায়াতে ইসলামী-এন সি পি)জোটের বিষয়ে সমর্থন ও প্রচারণা ।
৩: সকল আসনে 11 দলীয় (জামায়াতে
ইসলামী-এন সি পি)জোটের বিজয় নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ।
৪: পোস্টাল ব্যালট পেপার সংরক্ষণ , ভোট প্রদান ও ব্যালট পেপার পোস্ট অফিসে প্রদান বিষয়ক ক্যাম্পেইন।
৫: গণভোটে (হ্যাঁ) এর পক্ষে প্রচারণা ও ক্যাম্পেইন।
৬: মালয়েশিয়ার সকল এলাকা থেকে সদস্য সংগ্রহ।

উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক- প্রকৌশলী মোঃ এনামুল হক, যুগ্ন আহ্বায়ক-প্রকৌশলী রনি মিনহাজ,যুগ্নু সদস্য সচিব-মুশফিকুর আহম্মেদ, যুগ্ন সদস্য সচিব-মোঃ দাউদ
যুগ্ম সংগঠক-রায়হান ।
এছাড়াও উপস্থিত ছিলেন সেলঙ্গর আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক- রইস আলী,
সহ সমন্বয়ক-ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক-সাইদুন হাদিস, সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক- মোঃ সোহেল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক- মোঃ ফারুক মিয়া, নির্বাহী সদস্য-হোসাইন আহমেদ রঞ্জু, সদস্য -মোহাম্মদ কাপ্তান মিয়া, আব্দুর রহিম , মোঃ এমদাদুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিল।
























