Sunday , 19 May 2024
শিরোনাম

মালয়েশিয়ায় করোনাভাইরাসে নতুন করে ৩,১১৮ জন আক্রান্ত, ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে ৩,১১৮ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাতজন রয়েছে বিদেশ ফেরত। এনিয়ে দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে মোট ৪,৭৭১,৫১২ জনে দাঁড়ালো। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।
একই সময়ের ব্যবধানে মালয়েশিয়া এ ভাইরাসে আরও ছয়জনের মৃত্যু ঘটেছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৬,১৯১ জনে দাঁড়ালো।
মন্ত্রণালয় জানায়, ২৪ ঘণ্টায় দেশটিতে ৩,৩৬৩ জন সুস্থ হয়ে ওঠায় এ সংখ্যা বেড়ে মোট ৪,৬৯৯,৫৮৪ জনে দাঁড়ালো।
বর্তমানে মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগি রয়েছে ৩৫,৭৩৭ জন। এদের মধ্যে ৭৫ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং তাদের ৪৫ জনকে বাড়তি অক্সিজেন দেওয়া হচ্ছে।
মালয়েশিয়ায় শুক্রবার ৫,৯০৮ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এনিয়ে দেশটির ৮৬ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ, ৮৪.২ শতাংশ পুরো ডোজ, ৪৯.৬ শতাংশ মানুষ প্রথম বুস্টার ডোজ ও ১.৪ শতাংশ মানুষ দ্বিতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছে।

Check Also

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x