মেঘনায় জেলের জালে ধরা পরলো ১৪ কেজি ওজনের কাতাল মাছ
ভোলার মেঘনা নদীতে রুবেল মাঝির জালে ধরা পরলো ১৪ কেজি ওজনের একটি কাতাল মাছ।
৭ই সেপ্টেম্বর বিকাল ৫ টায় এই কাতাল মাছটি ভোলার খাল মাছ ঘাটে মাইনউদ্দিন মেম্বার আরদে তুলেন রুবেল মাঝি।
আরদে তোলার পরে মাছটি দেখার জন্য অনেক লোক ভিড় করেন।
পরে মাছটি মাইনউদ্দিন মেম্বার আরদে নিলামে তুলা হলে বিভিন্ন ব্যাপারীরা দাম তুলেন শেষ পর্যন্ত হেজু বেপারী কাতাল মাছটি নিলামে ১৬৭৫০ টাকা দরে কিনে নেন।
রুবেল মাঝি বলেন ৫ জন বাগি নিয়ে সকালে নদীতে গেছি নদীতে ইলিশ মাছ নাই মাছটি পেয়ে আমরা খুশি আর দামও অনেক ভালো পাইছি।
এতো বড় মাছ আমরা কখনো পাইনি।
ভোলার খালের আরদদার জাকির বলেন এতো বড় মাছ আমাদের ভোলার খাল মাছ ঘাটে আর কখনো এতো বড় কাতাল মাছ আমি জেলেরা আনতে দেখিনি। নদীতে ইলিশ মাছ না থাকায় মাছটি পেয়ে এবংমাছটি দাম ভালো পেয়ে জেলরা অনেক খুশি।
হেজু বেপারী বলেন এই রকম মাছ এখন আর পাওয়া যায়না নিলামে মাছটি একটু বেশি দাম দিয়ে কিনে নিছি মাছটি বিক্রি করলে কিছু টা লাভ করতে পারবো বলো আমি আশা করি।

								                                        















