মনিরুল ইসলাম: মেহেরপুর পৌর সভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে এ ঘোষনা দেওয়া হয়। মেহেরপুর পৌরসভায় মনোনয়ন পেতে ১১ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অপর ১০ জনকে হারিয়ে নৌকার প্রতিক জয় করেছেন মাহফুজুর রহমান রিটন ।
মনোনয়নের জন্য অপর আবেদন করেছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সহধর্মিনী সৈয়দা মোনালিসা ইসলাম, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের সহধর্মিনী তহমিনা খাতুন ও পুত্র তানভীর আহম্দে রানা, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান রুপক ও মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, মেহেরপুর শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ বিন হারুন জুয়েল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা যুবলীগের সদস্য সোয়েব রহমান, ।
পাশাপাশি মেহেরপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে সাধারন নির্বাচন ২০২২ এ পিরোজপুর ইউনিয়নে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ,আমঝুপি ইউনিয়নে বোরহান উদ্দিন আহম্মেদ,বারাদি ইউনিয়নে মোঃ মমিনুল ইসলাম ও নবগঠিত শ্যামপুর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রব বিশ্বাস নৌকার মনোনয়ন পেয়েছেন। সকল ইউনিয়নের নির্বাচন আগামি ১৫ই জুন ২০২২।