মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলে টানা তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস।
শুক্রবার আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এদিন কিংসের পক্ষে গোল করেন শিউলি আজিম ও শামসুন্নাহার সিনিয়র।
এদিনের ফাইনালের আগে দুই দলের পয়েন্ট ছিল সমান। জিতেছিল নিজেদের সবগুলো ম্যাচ। লিগ জেতার পথে দুই দলেরই দরকার ছিল জয়।
আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং পেরে উঠেনি কিংসের মেয়েদের সঙ্গে। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদের।
২৫ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিংয়ের আকলিমা খাতুন। একই ক্লাবের শাহিদা আক্তার রিপা হয়েছেন সেরা খেলোয়াড়।