মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
যথাযথ মর্যাদায় ও নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।
১৬ডিসেম্বর প্রথম পহরে সূর্য উদয়ের সাথে সাথে বান্দরবান মেঘলাস্থ অবস্থিত বান্দরবান কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি সম্মান জানা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা,জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি
, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম, বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর,জেলা পরিষদের সদস্য ও কবি লেখক সিং ইয়ং ম্রো,জেলা পরিষদের সদস্য তিং তিং ম্য, বান্দরবান রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, এছাড়াও বান্দরবান জেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামী, বান্দরবান জেলা জাতীয় পার্টি(বিদিশা এরশাদ) জেলা কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী নাছিরুল আলম,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বান্দরবান উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বান্দরবান ১নং কুহালং ইউপি চেয়ারম্যান ক্য অং প্রু মারমা,২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, ৩নং বান্দরবান সদর ইউপি চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা, ৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, ৬নং জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা প্রমুখ।
পরে বান্দরবান জেলা ষ্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবস সূচনা করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় পুলিশ সুপার তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজয় দিবসের কুচকাওয়াজের অংশ নেন ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ আইনশৃঙ্খলা বাহিনী। সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুচকাওয়াজ শেষে শুরু হয় ৭ টি স্কুলে মনোজ্ঞ ডিসপ্লে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এসময় জেলা পুলিশ কর্মকর্তাসহ সরকার-বেসকারী ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ডিসেম্বর বিকেলে জেলা স্টেডিয়ামে সরকারী টিম বনাম বেসরকা টিম একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এক এক টিমে ৪০-৪৫ জন করে খেলোয়াড় খেলায় অংশ গ্রহণ করে। সেই মূহুর্তে প্রীতি ফুটবল ম্যাচ কে ঘিরে এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়। খেলায় সুন্দর ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন বান্দরবানের কৃতি ফুটবলার ও ধারাভাষ্যকার মাহফুজুর রশিদ বাচ্ছু।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে শান্তনা পুরস্কার বিতরণ করা হয়। এসময় বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফর রহমান,বান্দরবান পৌরসভার মেয়ের ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মুজিবুর রশিদ, সদস্য মোঃ টিপু, সাংবাদিক মুহাম্মাদ আলী, সাংবাদিক লুৎফর রহমান উজ্জ্বল প্রমুখ।