Tuesday , 2 July 2024
শিরোনাম

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে নিহত ১৫, আহত শতাধিক

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট:

যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে ভয়াবহ ঝড়ের তাণ্ডবে ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। গতকাল রোববার (২৬ মে) এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপির এর এক প্রতিবেদনে বলা  হয়েছে ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাসে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র টেক্সাসেই মারা গেছেন ৭ জন।
টেক্সাস অঙ্গরাজ্যে হতাহতের পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ২০ হাজার মানুষ। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন অবকাঠামো, উপড়ে গেছে গাছপালা। বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। ভেঙে গেছে বিদ্যুতের খুঁটি।
ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দুর্যোগকালীন সতর্কতার আওতায় রয়েছে দেশটির শতাধিক কাউন্টি। প্রেসিডেন্ট জো বাইডেনকে ঝড়ের বিষয়ে অবহিত করা হয়েছে।
টেক্সাসে অন্তত শতাদিক মানুষ আহতসহ ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩৫ কিলোমিটার গতি নিয়ে ঝড়টি ওই এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে ঝড়ের তাণ্ডবে আরকানসাসে ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৬ বছর বয়সী এক নারীর মরদেহ ভেঙে পড়া বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

Check Also

স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন অর্থবছরে মন্ত্রিসভার প্রথম ও নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১ জুলাই) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x