আজ ২৮ই এপ্রিল, সোমবার, বেলা ১১ টায় ভোলা চরনোয়াবাদ আলতাজুর রহমান কলেজ হল রুমে ,জেলা পর্যবেক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায়, সদর উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সমাজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বর্তমান শিক্ষা ব্যবস্থা,বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও জুয়া, সদস্য আহ্বান।
সভায় বক্তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী ও মানবিক হওয়া উচিত।
বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে বিশদ আলোচনা হয় এবং সমাজ থেকে এ প্রথা নির্মূল করার আহ্বান জানানো হয়।
কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও জুয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা না দিতে পারলে এসব সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা পরিবার, স্কুল ও সমাজের যৌথ উদ্যোগে এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের তাগিদ দেন।
শেষে ভোলা জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আলতাজুর রহমান কলেজের শিক্ষার্থীদের প্রতি সদস্যপদ গ্রহণের আহ্বান জানান, যাতে সবাই মিলে একটি নিরাপদ, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ে তোলা যায়।
আলোচনা সভা প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলের মধ্যে একটি নতুন উদ্দীপনা ও সচেতনতার সৃষ্টি হয়।