সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরুর পর ১৮ মার্চ মস্কোর একটি সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন পুতিন। এরপর আর জনসম্মুখে দেখা যায়নি তাকে। তবে রুশ রাজনীতিবিদ ভ্লাদিমির ঝিরিনোভস্কির শেষকৃত্য অনুষ্ঠানে পুতিনকে ফের প্রকাশ্যে দেখা যায় বলে শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
মস্কোর একটি মেমোরিয়াল সার্ভিসের ফুটেজে দেখা যাচ্ছে পুতিন ঝিরিনোভস্কির কফিনের সামনে একগুচ্ছ ফুল রাখছেন।
কোভিড পরবর্তী জটিলতার কারণে বুধথবার ঝিরিনোভস্কির মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ঝিরিনোভস্কি আপাতদৃষ্টিতে পুতিনের রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন। কিন্তু ধারণা করা হয় রাশিয়াকে গণতান্ত্রিক রূপ দিতে তাকে ক্রেমলিনই বিরোধী দলীয় প্রধান সাজিয়ে রেখেছিল।