রংপুর ব্যুরোঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না।
প্রধানমন্ত্রীর এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় ৪র্থ পর্যায় ২য় ধাপে উপকারভোগী ভুমিহীন ও গৃহহীনদের গৃহ এবং জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্ভোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছে রংপুর জেলা প্রশাসন।
আগামী বুধবার ৮ আগস্ট রংপুর জেলার ০৬টি উপজেলার ৬৭৮টি পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর করা হবে বলে জানান রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে মতবিনিয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি মোনাব্বার হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলীসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও স্থানীয় ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।