আব্দুর রহমান রাসেল, রংপুর অফিস: যানবাহন নিয়ন্ত্রণে রংপুর নগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। আজ মঙ্গলবার বিকালে নগরীর লালকুঠি মোড়ে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান ফলক উন্মোচন করেন।
রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এই উদ্বোধনের মধ্য দিয়ে রংপুর নগরী ডিজিটাল ট্রাফিক সিগন্যালের যুগে প্রবেশ করল। তবে প্রাথমিকভাবে নগরীর তিনটি পয়েন্টে (১. জাহাজ কোম্পানি মোড়, ২. বাংলাদেশ ব্যাংক মোড় ও ৩. লালকুঠি মোড়) এই ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হলো। তিনি আরো বলেন, মেট্রোপলিটন পুলিশের ভালো উদ্দ্যোগ আমলে নিয়ে এগিয়ে যেতে চাই। এটাকে আরো আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ চালু করব।
অনুষ্ঠানের শুরুতে রসিক মেয়রকে পুলিশ কমিশনার ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের অংশ হিসেবে রংপুর মহানগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হচ্ছে। ডিজিটাল এ ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম দুই ভাবে কাজ করবে ম্যানুয়ালি (রিমোট কন্ট্রোলের সাহায্যে) এবং স্বয়ংক্রিয়ভাবে। তিনি আরো বলেন,এই পরীক্ষামূলক এ ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হলে নগরীতে ট্রাফিক সমস্যা অনেকাংশে লাঘব হবে এবং জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। ডিজিটাল ট্রাফিক সিগন্যালের যুগে প্রবেশ করতে যাচ্ছে এজন্য নগরবাসীকে তিনি শুভকামনা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম। এর আগে রংপুর সিটি কর্পোরেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৫ লাখ টাকা ব্যয়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মোড়, লালকুঠি মোড় ও জাহাজ কোম্পানী মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ; রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া কর্মীবৃন্দ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।