ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.আবু রায়হান ছিদ্দীক (মুকুল) স্কুল চলাকালীন সময় স্কুলে প্রবেশ না করে গ্রিলের ফাঁক দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলালেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই- মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ

সাংবাদিক
সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন। আগুন দেওয়া হয় সড়কে। কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে পাল্টাপাল্টি এই ধাওয়ায় কয়েকজন পুলিশ ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেলা সোয়া ১টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দিতে শুরু করে। জুলাই যোদ্ধারা সংসদ প্রাঙ্গণ থেকে বের হলে মানিক মিয়া অ্যাভিনিউতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এরআগে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের বেশ কয়েকবার কথা বলেছেন স্থান ত্যাগ করার বিষয়ে।

জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাত জানানো হয়েছে, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঠকুরগাঁওয়ে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
৬৮৭ Time View

রণক্ষেত্র মানিক মিয়া অ্যাভিনিউ

আপডেটের সময় : ০৮:৩২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
সংসদ ভবন প্রাঙ্গণ থেকে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার পর মানিক মিয়া অ্যাভিনিউতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধারা সংসদ ভবনের একটি গেট ভেঙে ফেলেন। আগুন দেওয়া হয় সড়কে। কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে রণক্ষেত্রে রূপ নিয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে পাল্টাপাল্টি এই ধাওয়ায় কয়েকজন পুলিশ ও জুলাই যোদ্ধা আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বেলা সোয়া ১টার পর পুলিশ জুলাই যোদ্ধাদের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে বের করে দিতে শুরু করে। জুলাই যোদ্ধারা সংসদ প্রাঙ্গণ থেকে বের হলে মানিক মিয়া অ্যাভিনিউতে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এরআগে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে সংসদের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুলাই যোদ্ধাদের বেশ কয়েকবার কথা বলেছেন স্থান ত্যাগ করার বিষয়ে।

জুলাই যোদ্ধারা জানান, জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে, জুলাইয়ে শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে, সুরক্ষা আইন ও তাঁদের দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ নেবে না বলে এরই মধ্যে জানানো হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের বরাত জানানো হয়েছে, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করবে না।’

ঠকুরগাঁওয়ে বিএনপি মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।