নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এস এম হাসিবুর রশিদ তামিম। তিনি বর্তমানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন এবং প্রক্টরের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য এস এম হাসিবুর রশিদ তামিম ২০২২ সালের ২৭ জুলাই সিনিয়র লেকচারার থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক পদে যোগদান করেন এবং ০১ আগস্ট, ২০২২ ভারপ্রাপ্ত প্রক্টর থেকে প্রক্টর হিসেবে নিয়োগ পান।
০১ নভেম্বর, ২০২২ সকালে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন এস এম হাসিবুর রশিদ তামিম। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণকালে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নবাগত বিভাগীয় প্রধান এস এম হাসিবুর রশিদ তামিম।