কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের,১৭তম বিওটির সভা ও দশম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল ২০২৩ বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সিন্ডিকেটের দশম সভা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল শেষে বিওটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিওটির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক জনাব হাসানুল হক ইনু এমপি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. আবদুস সালাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান উদ্যেক্তা প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম,বিওটি সদস্য ড. হালিমা খাতুন, ইউজিসি মনোনীত সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মুহা. আনোয়ারুল হক স্বপন, বিওটি’র সদস্য জনাব শামসুর রহমান বাবু, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ইইই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ আলী। সিন্ডিকেট সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন। সন্ধ্যার পর অনুষ্ঠিত বিওটি সভায় উপস্থিত ছিলেন জনাব শামসুর রহমান বাবু, জনাব ফজলে রাব্বানী, জনাব মোঃ মনিরুজ্জামান, জনাব মোঃ জুলফিকার আলী প্রমূখ। অদ্যকার সভায় বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অনুমোদন দেয়া হয়।সিন্ডিকেট সভা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও বাংলা বিভাগের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিওটির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের সংগঠক জনাব হাসানুল হক ইনু এমপি। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, প্রফেসর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।