রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের সিনিয়র প্রভাষক ও পূজা উদযাপন কমিটির আহবায়ক নিলয় দাস নয়নের সভাপতিত্বেতে পহেলা ফাল্গুণ ১৪৩০ বঙ্গাব্দের শুক্লাপঞ্চমীর পূণ্যতিথীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফসের ড. মো. শাহজাহান আলী, একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, মানবিক ও সামাজিক অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, ট্রাস্টি সদস্য প্রফেসর ড. আবু সাঈদ মোহাম্মদ আলী, মো. মনিরুজ্জামান মোস্তাক ও মো. জুলফিকার আলী, প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম, সংগীত বিভাগের প্রভাষক ঋত্বিক মাহমুদ, ইন্দ্রানী মোদক, চারুকলা বিভাগের প্রভাষক প্রদীপ সাহা, সিএসই বিভাগের প্রভাষক ব্রজলাল মণ্ডল, মাইক্রেবায়োলিজ বিভাগের প্রভাষক মণীষা পাল পায়েল, বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গফফার, তোজাম্মেল হোসেন, প্রমোশন অফিসার ইমাম মেহেদী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।