লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নে হতদরিদ্রদ ও দুস্থ পরিবারের মাঝে ৩০ কেজি করে স্বল্প মূল্যে চাউল বিতরণ করা হয়। ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য শেখ নুরুল আজিম জুয়েল,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,ইউপি সদস্য ফাতেমা খাতুন,সচিব হোসাইন মোহাম্মদ তবারক,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল বলেন রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় উপজেলার প্রতিটি এলাকায় হত দারিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি নিজ ব্যাক্তিগত অর্থায়নে সাহায্য সহযোগিতা প্রদান করা হবে জানান তিনি।