লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় পশ্চিম গুজরা ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম গুজরা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব টিটাগাং ব্লু স্কাই, লিউ ক্লাব অব চিটাগাং ব্লু স্কাইয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দীন আরিফ। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপিকা বড়ুয়ার সভাপতিত্বে ও শিক্ষক অসীম কান্তি বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য লিটন দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী আনোয়ারুল আজিম সিদ্দীকি, প্রকৌশলী মোরশেদুল হক বাবলু, পশ্চিম গুজরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, যুবলীগ নেতা আব্দুর রহমান, শিক্ষিকা শিমুল আকতার, সুমী তালুকদার, টুম্পা মল্লিক, প্রিয়াংকা চৌধুরী। দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ, ডায়াবেটিস পরীক্ষা নির্ণয় ক্যাম্পে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবকসহ এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন। পরে বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দীন আরিফসহ অতিথিবৃন্দরা।