লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় অগ্নিকান্ডে নিঃস্ব হয়ে যাওয়া মুদির দোকানদার আবসারকে নতুন পাকা দোকানঘর নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ।পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।১৮ জুলাই সোমবার তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ পুড়ে যাওয়া দোকান ভিটা পরিদর্শন করে এ সব কথা বলেন।জানাযায় পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ এলাকার শাহ মোহাম্মদ চৌধুরীর বাড়ীর মুখে বড়পুকুর পাড়ে মোহাম্মদ আবছারের মুদির দোকানে অগ্নিকান্ড সংগঠিত হয়ে মুদির দোকান ও মুদির দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।গত রবিবার ভোররাত ৩ টার সময়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয়।দোকানদার ও এলাকাবাসীর সাথে বলে ক্ষয়ক্ষতির খবর নেন। স্থানীয়রা জানায় আবসার পরিবারের একমাত্র উপর্জনকারী। মালামালসহ দোকানঘরটি পুড়ে তার অন্তত দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। পৌরসভার মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি সমবেদনা জানিয়ে বলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষে তিনি পুড়ে যাওয়া দোকানঘরটি পাকা করে দেবেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা সাবের উদ্দিন, আবু সালেক, মোহাম্মদ আলমগীর, ফকিরহাট কাপড় ব্যবসায়ী সমিতির নেতা সাদেকুজ্জমান শফি, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু,নাসির উদ্দিন বেলাল হোসেন সিফাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আবির প্রমুখ।