লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় আমনের পাকা ধান কাটতে কৃষকদের পাশে দাঁড়ালেন রাউজানে সাংসদ ফজলে করিম চৌধুরী এমপি।আগাম জাতের আমনের পাকা ধান কাটতে শুরু করছে কৃষকরা। ধানের আশানুরূপ ফলন হওয়ায় কৃষক-কৃষাণির চোখে-মুখে দেখা দিয়েছে আনন্দের ঝিলিক। বর্তমানে স্থানীয় বাজারে ধানের দাম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকেরা।মাঠে মাঠে শুরু হয়েছে আমন ধান কাটার ধুম। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত গ্রাম বাংলার প্রান্তিক কৃষক- কৃষাণিরা।তবে অনেক কৃষক আছেন বর্তমান বৈশ্বিক সংকটে অর্থ কষ্টে জীবনযাপন করছেন। তারা শ্রমিক দিতে না পেরে সোনালী ফসল ঘরে তুলতে পারছেনা। এমন কৃষকের পাশে দাঁড়িয়েছেন রাউজান উপজেলা ও পৌরসভা কৃষক লীগ। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নিদের্শনায় কৃষক-কৃষাণির মুখে হাসি ফোটাতে ধান কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তারা। ২৫ নভেম্বর শুক্রবার রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকায় ধান কাটার উৎসবের আয়োজন করেন কৃষক লীগ। ধান কাটার এ উৎসব উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।তিনি কৃষক বেশে মাথায় গামছা মুড়িয়ে কাঁচি হাতে মাঠে নামেন। সাংসদের সাথে ধান কাঁটা উৎসবে এক যোগে মাঠে নামে কৃষক লীগের দুই শতাধিক নেতাকর্মী। সাংসদসহ দলীয় নেতারা দীর্ঘক্ষণ ধান কাটতে দেখা যায়। ধানা কাটা উৎসবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম সাজ্জাদ, কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা কৃষক লীগের সভাপতি কাউন্সিলর আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, রাউজান পৌর কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক এরশাদ, কৃষক লীগ নেতা লক্ষীকান্ত চৌধুরী সহ কৃষক লীগের নেতৃবৃন্দরা।কৃষক লীগের মহতী এই সহযোগিতা পেয়ে কৃষক জাহাঈীর আলমের চোখে-মুখে দেখা দিয়েছে অনেক আনন্দের ঝিলিক।