লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
আতায়ে রাসূল,সুলতান উল হিন্দ,খাজা গরিব নেওয়াজ হযরত সৈয়দ মইনুদ্দিন চিশতী হাছান চঞ্জরী(রঃ)স্মরনে ওরশ শরিফ ও যিকিরে মাহফিল(২৩ডিসেম্বর) শুক্রবার রাতে জহুর আম্বিয়া ভিলাতে অনুষ্টিত হয়।দৈনিক ইনকিলাবের রাউজান প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দিনের হলদিয়াস্থ বাসভবনে পারিবারিক ব্যবস্থাপনায় মাহফিলে সভাপতিত্ব করেন গর্জনিয়া রহমানিয়া ফাজিল( ডিগ্রী)মাদ্রাসার গভর্ণীং বডির সদস্য আলহাজ্জ এস এম বাবর।প্রধান মেহমান ছিলেন ভারতের আজমির শরিফের চীপ মোয়াল্লেম হাজী পীর সৈয়দ ছমির উদ্দিন চিশতী(মা.জি.আ).MR. PEER SYED SAMIRUDDIN CHISHTY(M.J.A)।প্রধান মেহমানকে গলার মালা পড়িয়ে দেন সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন ও ছোট ভাই ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ মেহমান ছিলেন স্কুল কমিটির সভাপতি আলহাজ্জ মাহবুবুল আলম,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তহিদুল আনোয়ার বাবুল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার, আলহাজ্জ মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী,অধ্যাপক মুহাম্মদ নুরুল হুদা,আলহাজ্জ নুর মুহাম্মদ সওদাগর,এস এম এয়াছিন,মাওলানা সোলায়মান চৌধুরী,মাওলানা এয়াছিন ভান্ডারী,হাফেজ মাওলনা ওমর ফারুক,প্রবাসী মোঃ সরোয়ার,মাওলানা হারুন কাদেরী,মুহাম্মদ এমরান,মুহাম্মদ শফি,মুহাম্মদ ইসমাইল,মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ আকবর হোসেন,মুহাম্মদ আলমগীর,মাওলনা সৈয়দ গিয়াস উদ্দিন,মাওলানা রফিক,মাওলানা হাসানুল করিম,মাওলনা এমরান, বদিউল আলম,নাজিম ভান্ডারী প্রমুখ।
নাত পরিবেশন করেন শায়ের মাওলানা আবদুল মাবুদ রেযভী,মাওলানা মিনহাজ উদ্দিন,মাওলানা ওসমান গণী কাদেরী,মাওলানা মোজাম্মেল হোসাইন কাদেরী,মাওলানা কুতুব উদ্দিন ভান্ডারী,মাওলানা বোরহান উদ্দিন।মিলাদ কিয়াম শেষে পীর সৈয়দ ছমির উদ্দিন চিশতী(মা.জি.আ) আখেরী মোনাজাত পরিচালনা করেন।পরে তিনি সকল আশেখিন দেরকে সাক্ষাত প্রদান ও দোয়াতে শরিক হন।