লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় ভবনের ছাদে
পানির সঞ্চালন লাইনের কাজ করতে গিয়ে (২১) বছর বয়সী শান্ত দত্ত নামে বিদ্যুৎতায়িত হয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে এক স্কুল পড়ুয়া তরুণ শিক্ষার্থী। ১৬ অক্টোবর রবিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি।নিহত শান্ত দত্ত উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানপুর গ্রামের কাঞ্চন দত্তের ছেলে।জানা যায়, গত বুধবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট গেইটের বিপরীতে নবনির্মিত একটি ভবনের ছাদে কাজ করতে গিয়ে শান্ত দত্ত (২১) নামে ঐ স্কুল পড়ুয়া তরুণ শিক্ষার্থী। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় তার মৃত্যু হয়। সুফিয়া নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ওইদিন দুপুরে ভাত খেতে বসেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে বের হয়ে দেখি ভবনটির ছাদে এক শ্রমিক বৈদ্যুতিক শকে আহত হয়েছে। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ওমর ফারুক নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বছর পাঁচেক আগে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশেই গাছের বৈদ্যুতিক খুঁটি ছিল। পরে সেখান থেকে সরিয়ে ২৫ ফুট দূরে স্থাপন করা হয়। বছর দুয়েক আগে ভেতরে রেখেই ভবনটি নির্মাণ করা হয়।জানা গেছে, ভবনটির মালিক একজন প্রবাসী। ফলে বিষয়টি সম্পর্কে জানতে কারও বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় ইউপি সদস্য বাসু ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রাতে ঢাকা থেকে লাশ আসার কথা রয়েছে।