লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সাপলঙ্গা শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় । গত সোমবার বাদে এশা রাউজান ইসলামিক মডেল স্কুলস্থ মাঠে আয়োজিত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সাধারণ সম্পাদক ডা: শংকর দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি,মোহাম্মদ আলী মাষ্টার,সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, আলহাজ্ব মাহাবুল আলম,আবুল হাসেম,বদিউল আলম।উপস্থিত ছিলেন কাজী আসলাম,মাওলানা মহিম উদ্দিন,খোরশেদুল আলম মানিক,সেলিম উদ্দিন।প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে রাউজান উপজেলা সমন্বয়ক সাদিকুজ্জামান শফির সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সাজ্জাদকে সভাপতি,ডা: শংকর দেকে সাধারন সম্পাদক নির্বাচিত করে২১ বিশিষ্ট সদস্য মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সাপলঙ্গা শাখা গঠন করা হয়।