লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আয়োজিত রাহমাতুল্লিল আলামিন সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত সুন্নী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউলাদে রাসুল,রাহনুমায়ে শরীয়ত ও তরিকত পীরে বাঙ্গাল হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তওবা দ্বারা আল্লাহর হক মাফ হলে বান্দার হক মাফ হয় না। কারও সম্পদ আত্মসাৎ করা হলে কিংবা কার প্রতি জুলুম করা হলে, যার পাওনা তাকে ফিরিয়ে দিতে হবে, কিংবা মাফ চায় নিতে হবে। মনে রাখবে যতক্ষণ মজলুম বা পাওনাদার মাফ করে না, ততক্ষণ আল্লাহপাকও ক্ষমা করবেনা।” তিনি সবাইকে দ্বীনের খেদমত করার এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেক রক্ষার আহবান জানান।অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওলাদে রাসূল, রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ মাদ্দাজিল্লুহুল আলী।বিশেষ বক্তা ছিলেন আওলাদে রাসূল হযরতুহাজ্ব সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ মাদ্দাজিল্লুহুল আলী।গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।উক্ত সুন্নী কনফারেন্সে অতিথি ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টর সিনিয়র ভাইস প্রেসিডট মুহাম্মদ মহসিন, গাউসিয়া কমিটি বাংলাদশের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ, মহাসচিব শাহাজাদ ইবনে দিদার,যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, আব্দুর রাহিম মোস্তাফা আল আজহারী, মাওলানা আবুল কালাম বয়ানী, উত্তরজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইলিয়াস নুরী।মাহফিলে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।লাখো সুন্নী জনতার মহাসমাবেশ দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন পীর আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লুহুল আলী।