Saturday , 18 May 2024
শিরোনাম

রাউজানে হঠাৎ ধসে পড়ল কমিউনিটি ক্লিনিকের নিচের ফ্লোর

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কমিনিউটি ক্লিনিকে এলাকার লোকজন জড়ো হয়ে বুষ্টার ডোজ নেওয়ার সময়ে হঠাৎ ধসে পড়ল কমিনিউটি ক্লিনিকের নিচের ফ্লোর ।২০ জুলাই বুধবার সকাল ১০ টার সময়ে এই ঘটনা সংগঠিত হয় । কমিনিউটি ক্লিনিকের ফ্লোর ধসে পড়ার সময়ে কমিনিউটি ক্লিনিকে দায়িত্ব পালন কারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়ুয়া ধসে পড়া গর্তে আটকা পড়ে । ঐ সময়ে বুষ্টার ডোজ গ্রহন করার জন্য যে সব লোক কমিনিউটি ক্লিনিকের বারান্দআয় দাঁড়ানো ছিল তারা দৌড়ে বাহিরে বের হয়ে যায় । আটক পড়া স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ, পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়ুয়াকে ধসে পড়া গর্ত থেকে তুলে এলাকার লোকজন । পরে কমিনিউটি ক্লিনিকের পাশে একটি কেজি স্কুলে আগত লোকজনকে বুষ্টার ডোজ দেয়া হয় । গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়ন কমিনিউটি ক্লিনিক নির্মান করা হয় । কমিনিউটি ক্লিনিকের ফ্লোর ধসে পড়া প্রসঙ্গে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ফ্লোর ধসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি । বিষয়টি রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীকে জানানো হয়েছে ।

Check Also

৩য় শ্রেণির দুই শিশুকে হাত, মুখ বেঁধে পাশ/বিক নির্যা/তন

লালমনিরহাটে দুই শিশুকে পি/টি/য়ে হাসপাতালে পাঠালেন বখাটে সাগর ভ্যান্ডার আমি আপনার পা/য়/খা/না খাব, আমি চুরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x