রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে মুহূর্তে পুড়ে ছাই হয়েছে ৪টি অতি দরিদ্র পরিবারের বসতঘর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে
উপজেলার পোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বুড়ির দোকান মহল্লার পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার পরিবারের বসতঘর পুড়ে গেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই কিন্তু দুঃখের বিষয় রাস্তা ছোট হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। চার পরিবারের আনুমানিক ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. বজল আহমেদ, মো. হোসেন আহমেদ, মো.তোফায়েল আহমেদ, হাসিনা বেগম।
ক্ষতিগ্রস্ত বজল মিয়া বলেন, আমার পাশের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল আমরা সবাই সেখানে ছিলাম হঠাৎ আগুন দেখি, গিয়ে দেখি আগুনে পুড়ে যাচ্ছে আমার ঘরসহ পাশে থাকা ঘর গুলো। মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়েছে।
আগুনের বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি বলেন, হঠাৎ সন্ধ্যায় আগুন ধরেছে এমন সংবাদের ভিত্তিতে আমি দ্রুত ঘটস্থলে ছুটি আসি। কিন্তু দুঃখের বিষয় চারজনেরই ঘর পুড়ে ছাই হয়েছে। পরিবার গুলো দিনে এনে দিনে আহার করে। ভুক্তভোগীদের দাবি তাদের আনুমানিক ৭ থেকে আট ৮ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।