রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর সাদেক নগর উত্তর পাড়া শাখা গাউসিয়া কমিটি’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩নভেম্বর) সকাল ১০টায় চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা ড. লিয়াকত আলী আল-কাদেরী। চিকিৎসা সেবায় এলাকার সাধারণ খেটে-খাওয়া ৫শতাধিকেও বেশি মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা.এনামুল কবির তানবীর, ডা.ওমর ফারুক, ডা.কাজী খাদিজা আক্তার রাফাত, ডা.নাহিদা সাইরিন তান্নী।
চিকিৎসা সেবা কেন্দ্র পরিদর্শক করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহ-সভাপতি সাদেক নুর চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ আহমদ সওদাগর, ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাস্টার আবুল কালাম, সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সিদ্দিক আকবর, সাদেক নগর উত্তর পাড়া গাউসিয়া কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন সাদেক নগর উত্তর পাড়া গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি মাওলানা মুনির উদ্দিন মুহাম্মদ আরমান, মাওলানা আব্দুল আলিম, নুরুল আলম, মুহাম্মদ সোহেল, মো.টিটু, পারভেজ, লিটন, গিয়াস উদ্দিন, আব্দুল মজিদ, দিদারুল আলম, আলী হোসেন, মামুন, আরমান, রুবেল প্রমুখ।
সাদেক নগর উত্তর পাড়া গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান বলেন, গাউসিয়া কমিটি মানবতার সেবাই বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত দুবছর ধরে গাউসিয়া কমিটির মাহফিল উপলক্ষে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা চিকিৎসা সেবা আয়োজন করে আসছি। অত্র এলাকায় এমনও মানুষ আছে যারা বিভিন্ন রোগে ভুগলেও টাকার অভাবে ভাল ডাক্তার দেখাতে পারছেনা। মুলত আমরা তাদের জন্য এ-চিকিৎসা সেবার আয়োজন করেছি। এবছর আমরা ৪জন অবিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ৫শতাধিকেও বেশি মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছি। এধরনের চিকিৎসা সেবা ভবিষ্যতে অব্যাহত থাকবে।