ইসমাইল আশরাফ,বিশেষ প্রতিনিধি।।
রাজধানীর উত্তরার দক্ষিণখান কসাইবাজার এলাকায় চায়ের দোকানে গ্যাস বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছে। আজ সন্ধ্যায় একটি আবাসিক হোটেল সংলগ্ন খাবার হোটেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও ছয় জন দগ্ধ হয়।
আহতদের তৎক্ষণাৎ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মারিয়া(১৮), মোঃ নবীন(২৫), মোঃ মামুন(২৫), মোঃ শান্ত(১৮), মোঃ মজিবুর(৫২) ও মোক্তার(৩৬)।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এসএম আইউব হোসেন। তিনি “বাংলা ৫২ নিউজ”কে বলেন- দক্ষিণখানে দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে নেয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। মারিয়ার শরীরের ২৫শতাংশ, নবীনের ৩৫শতাংশ, মামুনের ২২শতাংশ, শান্তর ১৬শতাংশ, মুজিবুরের ২৫শতাংশ ও মোক্তারের ২০শতাংশ পুড়ে গেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।
দগ্ধ ছয় ব্যক্তির সঙ্গে আসা আলিনুর এই প্রতিবেদককে বলেন, দক্ষিণখানের কসাই বাজার এলাকায় একটি খাবার হোটেলে হঠাৎ বিস্ফোরণে ক্রেতা ও পথচারীসহ ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এই হাসপাতালে আনা হয়। বর্তমানে তাদের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।।