রাজস্থলী প্রতিনিধি।। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি রাজস্থলী সর্বস্তরের মানুষ।
রাত ১২টা ১ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সজীব কান্তি রুদ্র আমি গান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক সজিব কান্তি রুদ্র ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে
কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এসময় আরও রাজস্থলী উপজেলা জেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ,রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ম মংঞোই মারমা সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’।
বিএনপির রাজস্থলী উপজেলা শাখার পক্ষ হতে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ সাধারণ সম্পাদক মংঞোই মারমা এর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্ববক অর্পণ করা হয়।
এছাড়া রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন এর নেতৃত্বে রাজস্থলী থানার পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
ও রাজস্থলী থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী , থানার আনসার বাহিনী, রাজস্থলী বনবিভাগ কর্মীরা ও
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।