চাইথোয়াইমং মারমা রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রমের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
২৩ নভেম্ভর বুধবার কাপ্তাই তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন । সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিংমারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, সাংবাদিক আজগর আলী খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হল্হাথোয়াচিং মারমা প্রমুখ । সমাবেশে বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নারীদের অধিকার, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ, শিশু ও নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। মহিলা সমাবেশে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন কাপ্তাই তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন। মহিলা সমাবেশে স্থানীয় নারী নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।