চাইথোয়াইমং মারমা রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজস্থলীতে ৩ টি পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ । ২৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রাজস্থলী উপজেলার ৩ টি পূজামন্ডপ এর সিসি ক্যামেরা স্থাপন সহ সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষন করেছেন তিনি।
এসময় রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, সাংবাদিক আজগর আলী খান, ওসি তদন্ত সামসু উদ্দিন, এস আই সুজন, পুলিশের সদস্য সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান , সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করবে প্রশাসন। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে কঠোর অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আর সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে প্রতিটি পূজামন্ড আওতায় স্থলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় ।