Saturday , 29 June 2024
শিরোনাম

রাণীশংকৈলে গরুসহ কৃষকের বাড়ি আগুনে পুড়ে ছাই।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গরুসহ এক কৃষকের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই থেকে পাশে থাকা শুকনো খড়ির মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে ১টি বসতঘর, ২টি গোয়ালঘর, ১টি খড়িঘর, ১টি রান্নাঘর ছাই হয়। এইসাথে একটি ষাড় গরু পুড়ে মারা যায়।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ দু’ লক্ষ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার কে সহায়তা দেয়া হবে। এজন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে নির্দেশ দেওয়া হয়েছে।

Check Also

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনুর্ধ-১৭)ফাইনাল।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ২৮ জুন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x