আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ১৯ আগস্ট সাড়ম্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল পূজা উদযাপন কমিটির আয়োজনে পৌরশহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে করা হয়।
শোভাযাত্রা শেষে ওই কমিটির সভাপতি ছবিকান্ত দেবের সভাপতিত্বে কলেজ পাড়া মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ -সভাপতি সেলিনা জাহান লিটা,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরৎচন্দ্র রায়, কৃষকলীগ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায়, ডাঃ কমলাকান্ত বর্মন প্রমুখ।
এছাড়াও সভায় ওই কমিটির সদস্য তমুল্য রায়, অনিল চন্দ্র রায়, দ্বিজেন্দ্রনাথ রায়সহ ভক্তবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক৷