আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে মঙ্গলবার ৩০ জুলাই সকালে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে মৎস চাষিদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় মৎসচাষি, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- মৎস কর্মকর্তা আবদুল জলিল।আরো বক্তব্য দেন- মৎসচাষি এ জেড সুলতান আহমেদ, খায়রুল ইসলাম, দরমিয়ান আলি,সাঈদ হোসেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাংবাদিক বিজয় রায় প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মাছ চাষে তাদের বিভিন্ন সমস্যা ও সফলতার কথা তুলে ধরেন।
তারা বিশেষ করে এলকার বিভিন্ন পুকুরে নিষিদ্ধ ক্ষতিকারক লিটার( মুরগির বিষ্ঠা)ব্যবহারের কথা উল্লেখ করেন এবং এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ইউএনও তার বক্তব্যে মাছ চাষে বাংলাদেশের উচ্চ সাফল্যের কথা বলেন।এইসাথে তিনি উপজেলার পুকুরগুলোতে লিটার ব্যবহার না করার জন্য মাছ চাষিদের দৃষ্টি আকর্ষণ করেন। এরপরও পুকুরে লিটার ব্যবহার করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে মর্মে ইউএনও বলেন।