রাণীশংকৈলে ‘ জুলাই যোদ্ধা’ ওসমান হাদী’র গায়েবি জানাযা অনুষ্ঠিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শনিবার ২০ ডিসেম্বর বিকেল ৩টায় ২৪’র অন্যতম জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর গায়েবি জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
স্থানীয় ” ছাত্র-জনতার” উদ্যোগে জানাযার আগে বক্তব্য দেন- ছাত্র শিবির নেতা সাদেকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, জুলাই যোদ্ধা হাবিব, এনসিপি নেতা শাহজাহান আলী, বিএনপি নেতা বকুল মজুমদার, মাওলানা মাসউদ আলম, গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ।

এছাড়াও জানাযায় পৌর জামায়াতে ইসলামীর নেতা মোকাররম হোসেন, শ্রমিক নেতা জাফর আলম ও অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে সন্ত্রাসী হামলায় নিহত ২৪’র জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীকে ‘ শহীদ’ উল্লেখ করে তার বিপ্লবী চেতনাকে ধারণ করার প্রত্যয় ব্যক্ত করেন।এইসাথে তারা হাদীর আদর্শ অনুসরণে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সজাগ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবার আহবান জানান।
পরে মাওলানা হাফেজ ইসমাইল হোসেনের পরিচালনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

























