রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজ হলরুমে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলা রোভার স্কাউটস’র দিনব্যাপি ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
লিডার ট্রেইনার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের আব্দুল মজিদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক। এ ছাড়াও অনুষ্ঠানে রোভার স্কাউটস’র কর্মকতা, ৫০ জন কলেজ শিক্ষক প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার ট্রেইনার ও জেলা স্কাউটস’র যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম হাসানুজ্জামান ও আমিরুল ইসলাম প্রমুখ। আনোয়ারুল ইসলাম।