আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিস ট্রেনিং রুমে বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকালে দিনব্যাপি উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের(১ম সংশোধিত) আওতায় এক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও পাটচাষের উপর বিশেষ গুরুত্ব দেন। এইসাথে তিনি আধুনিক প্রযুক্তিতে পাটচাষে প্রশিক্ষণার্থী ও কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য আহবান জানান। প্রশিক্ষণে সাংবাদিকসহ মোট ৭৫ জন অংশ নেন।প্রশিক্ষক ছিলেন- জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, উপজেলা কৃষি অফিসার শহিদুল ইসলাম, উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম।
ঢাকা থেকে অনলাইনে পাটচাষে বিশেষ নির্দেশনামূলক বক্তব্য দেন- মনিটরিং অফিসার যুগ্ম সচিব ড. মনিরুজ্জামান। প্রশিক্ষকরা আধুনিক প্রযুক্তিতে পাটচাষ ও পাটবীজ উৎপাদনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এইসাথে তারা প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।