আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ৭ ডিসেম্বর কিশোর-কিশোরী ক্লাব সদস্যদের নিয়ে দিনব্যাপি এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা ইএসডিও এর আয়োজন করে। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে নটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের করা হয়। সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ছেলেদের ও মেয়েদের ভলিবল চূড়ান্ত খেলার উদ্বোধন করেন রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক তাজুল ইসলাম।
এসময় ইএসডিও কর্মকর্তা, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদসহ সাংবাদিক ও ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুর ১২টায় ়আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন আ’লীগ সভাপতি সইদুল হক। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান। বিকেল আড়াইটায় সমাপনি অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র প্রতিষ্ঠাতা-নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গেস্ট অব অনার হিমেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, আ’লীগ সভাপতি সইদুল হক, মেয়র মোস্তাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, এডুকো বাংলাদেশ’র জেন্ডার স্পেশালিষ্ট সাদিয়া করিম। আলোচনা পর্বে অতিথিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে যুব চ্যাম্পিয়ন সম্মাননা দেয়া হয়।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থাপনা করেন সেজুতি টুডু ও রাসেল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইএসডিও’র ম্যানেজার খায়রুল ইসলাম ও কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।