ঢাকা , শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাণীশংকৈলে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল- সমাবেশ। প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, নাগরিকবান্ধব সংস্কারও চালিয়ে যাচ্ছি- জাতিসংঘে প্রধান উপদেষ্টা সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহ্ আল-আমিন আমানত মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে, মালয়শিয়ার দাতুক ডক্টর কাসিম এইচজে মনসোর এর সাথে বৈঠক জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের ‘ওয়াক আউট’ ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া ফরিদগঞ্জ স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ ১৫ টি ইউনিটের কর্মীসভা অনুষ্ঠিত ঝিনাইদহে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন কাপ্তাই জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কিছু ব্রিফিং সমূহ ২০২৫

রাণীশংকৈলে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল- সমাবেশ।

সাংবাদিক

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- পিআর(প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন- আনুপাতিক প্রতিনিধিত্ব)পদ্ধতিতে আগামি জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরে এক  বিরাট মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে   কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাষ্টার।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হূসাইন, রাণীশংকৈল জামায়েত ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর আমীর মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সভাপতি মোকাররম হূসাইন  আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (মাষ্টার), জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েল,জেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্না, পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, পীরগঞ্জ  ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে  বক্তারা বলেন, দেশে পিআর তথা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোন দল বা গোষ্ঠী স্বৈরাচারীরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন। তাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি।তাদের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
৫০৯ Time View

রাণীশংকৈলে পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর মিছিল- সমাবেশ।

আপডেটের সময় : ০৫:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- পিআর(প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন- আনুপাতিক প্রতিনিধিত্ব)পদ্ধতিতে আগামি জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরশহরে এক  বিরাট মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে   কেন্দ্রীয় হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাষ্টার।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হূসাইন, রাণীশংকৈল জামায়েত ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর আমীর মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সভাপতি মোকাররম হূসাইন  আদর্শ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন (মাষ্টার), জেলা যুব বিভাগের সভাপতি শাহজালাল জুয়েল,জেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্না, পৌর শাখা ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম, পীরগঞ্জ  ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে  বক্তারা বলেন, দেশে পিআর তথা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোন দল বা গোষ্ঠী স্বৈরাচারীরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে বলেও তারা বক্তব্যে উল্লেখ করেন। তাদের পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে দলটি।তাদের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।