Monday , 20 May 2024
শিরোনাম

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায়  দাফন সম্পন্ন

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আরাজি গোপিনাথপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নেকমরদ বঙ্গবন্ধু কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক তছিরউদ্দিন(৭৯) গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, ৩ কন্যা, ১ পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল  মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা তছিরউদ্দিন বিকেল ৫টায় তাঁর গ্রামের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। ওইদিনেই বিকেলে তার  বাড়িতে রাণীশংকৈল থানার ওসি জাহিদ ইকবালের সঙ্গীয় পুলিশসহ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় রাজনৈতিক-সামাজিক ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্তানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x