আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার ১০ নভেম্বর রাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শ্যামল দত্ত রচিত গণজাগরণমূলক
যাত্রাপালা ” বদলে যাওয়া বাংলাদেশ” মঞ্চস্থ হয়। মঞ্চায়নে রাণীশংকৈল উপজেলা শিল্পকলা একাডেমি সহযোগিতা করে। যাত্রাপালায় জেলার ” দেশবাংলা অপেরা”র শিল্পিরা অভিনয় করেন।
উদ্বোধন পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন- নবাগত ইউএনও রকিবুল হাসান ও জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন।
সমন্বয়কারি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।
অনুষ্ঠানে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, জাপা নেতা সামসুল আরেফিন,উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য, কবি-গীতিকার অধ্যপক ইসলাম, সহ-অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, জাকারিয়া হাবিব ডন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি,পল্লী বিদ্যুৎ ডিজি এম নেজামুল ইসলাম, কুলিক নাট্য সংস্থার পরিচালক অনিল বসাক,কেন্দ্রিয় সংগীত বিদ্যালয় সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও ষড়জ শিল্পি গোষ্ঠীর সভাপতি সহঅধ্যাপক রেজাউল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা কর্মি, সাংবাদিক ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
যাত্রাপালায় আ’লীগ সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিশেষত বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবার কথা তুলে ধরা হয়। এইসাথে এতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বার্তা দেয়া হয়।