আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে
বুধবার ৩১ জুলাই সকাল ১১টায় ৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫ তম জন্মবার্ষিকী, ৮ই আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় সভাপতি প্রথমে সরকারি নির্দেশনার আলোকে ওই দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন।
এছাড়াও সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ হাসান আলী নবাব, অধ্যক্ষ মহাদেব বসাক, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সভাপতি মোবারক আলী, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, অধ্যাপক প্রশান্ত বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ।
এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতা, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উক্ত দিবসগুলি সফলভাবে পালনের লক্ষ্যে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়। উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।