রাতের আঁধারে জিরানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল একের পর এক দোকান
ঢাকা জেলার আশুলিয়া থানার জিরানী বাজারের কাঁচাবাজার এলাকায় শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে, এতে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে আশুলিয়া ও কাশিমপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয় লোকজনও ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে সহযোগিতা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ঘটনার কারণ অনুসন্ধান চলছে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতের নীরবতায় হঠাৎ আগুনের লেলিহান শিখায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আগুনে পুড়ে গেছে বাজারের বহু দোকান ও পণ্য—ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।