রাজশাহী প্রতিনিধি :- দীর্ঘ ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মিলিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বরের এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুর ১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল সরকার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কিমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।সম্মেলনে সভাপতিত্ব করেন শাহ মখদুম হল ছাত্রলীগের সভাপতি আরিফ বিন জহির। সম্মেলন সঞ্চালনা করেন শহীদ ড. শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক বরজাহান আলী।